রবিবার (১৩ নভেম্বর) উপজেলার বাগদহ নতুন হাট এলাকায় সূর্য বানু ব্রিকসে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- গোলাম রব্বানী সরদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- ইউসুফ আলীর অভিযোগের প্রেক্ষিতে দেবীগঞ্জ উপজেলার বাগদহ নতুন হাট এলাকার মেসার্স সূর্যবানু ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- গোলাম রব্বানী সরদার।
আইন অমান্য করে, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত মাটি সংগ্রহ, ছিদ্র যুক্ত ইট তৈরি না করা, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন করে মেসার্স সূর্যবানু ব্রিকস।
অভিযানে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ৫(১),(২),(৩) এবং ৮(৩) ধারার লংঘন ও দোষ স্বীকার করায়, ১৫ (১),(২) এবং ১৮(২) ধারা অনুযায়ী, এক লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- গোলাম রব্বানী সরদার। অর্থদণ্ড তৎক্ষণাৎ পরিশোধ করায় তাকে মুক্তি দেওয়া হয়।
এছাড়া আইন মানার বিষয়ে তাকে উপদেশমূলক উৎসাহ প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মন্তব্য করুন