পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)।
শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে দশটায় পৌরসদরের শহীদ আব্দুল মান্নান সড়কের সংলগ্ন আইটি ট্রেনিং সেন্টারের জন্য নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম সুজন, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জে.এস জাফরুল্লাহ চৌধুরী,পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা, উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায় প্রমুখ।
এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, এস.এস.সি ও এইচ.এস.সি পর্যায়ে ছাত্র-ছাত্রীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প গৃহীত হয়েছে। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেনো ব্যাপক পরিসরে কাজ করতে পারেন সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাই-টেক পার্ক স্থাপনের কাজও সমান্তরালে চলমান রয়েছে। এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর এক হাজার তরুণ-তরুণি প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।
উল্লেখ্য, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অধিগ্ৰহনকৃত তিন একর জমিতে ৫৯ কোটি ৬৭ লক্ষ ৭০ হাজার ৩৮৪ টাকা ব্যয়ে সাত তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে। আগামী ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এস.এম/ডিএস