পঞ্চগড়ের দেবীগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের পক্ষ থেকে সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৮ ই আগষ্ট ) সকালে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে দুরারোগ্য রোগে আক্রান্ত ৫ জন ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয় । এছাড়া উপজেলা মহিলা বিষয়ক অফিসের পক্ষ থেকে ৫ জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আলোচনা সভা, চেক বিতরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে দেবীগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র- আবু বকর সিদ্দিক (আবু); উপজেলা ভাইস চেয়ারম্যান- বাবুল সরকার; উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান- রিতু আক্তার।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী; উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ; উপজেলা সমাজসেবা কর্মকর্তা- গোলাম আযম সহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, উপকারভোগী সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর.ডিবিএস