গতকাল শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কাউয়াখালী ঘাটে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট- মোঃ গোলাম ফেরদৌস। এ সময় বালু উত্তোলন ও পরিবহনের কাজে সম্পৃক্ত থাকার দায়ে ঘটনাস্থলে পাঁচজনকে আটক করা হয়। পরে আটককৃতরা নিজেদের অপরাধ স্বীকার করায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর ও একটি ট্রাক জব্দ করা হয়।
[caption id="" align="aligncenter" width="350"] বিজ্ঞাপন
ভ্রাম্যমান আদালতে দণ্ড প্রাপ্তরা হলেন- সোনাপোতা এলাকার তমশের আলীর ছেলে ইয়াসিন ইসলাম; সোনাপোতা উকিলপাড়া এলাকার রাজীব ইসলামের ছেলে মাসুম ইসলাম; সোনাপোতা বানিয়াপাড়া এলাকার রশিদুল ইসলামের ছেলে শাকিল ইসলাম; খাইবুল্লাহ দাসের ছেলে শিবু দাস এবং মৃত সিদ্দীক আলীর ছেলে আপন ইসলাম।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট- মোঃ গোলাম ফেরদৌস জানান, "গোপন অভিযোগের প্রেক্ষিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। এই ঘটনায় পাঁচ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তদন্ত পূর্বক অবৈধ বালু ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানার ওসিকে নিয়মিত মামলা করার নির্দেশ প্রদান করা হয়েছে।"