পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোরশেদুল হক প্রধান মুকুল নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (১০ জুন) উপজেলার পামুলী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন এবং বিক্রির গোপন তথ্য পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট গোলাম রব্বানী সরদার।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিষয়টি প্রমাণিত হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারায় অপরাধ ও ১৫ ধারায় আপরাধের দণ্ড হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় আসামিকে ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট- গোলাম রব্বানী সরদার জানান,”বিনা অনুমতিতে অবৈধভাবে বালু বিক্রি না করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। সরকারি সম্পত্তির রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।.”
এস.এম/ডিএস
মন্তব্য করুন