সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারের পশ্চিমে আকন্দপাড়া এলাকায় কুড়ুম নদীর পাশের আবাদি জমি থেকে মাটি বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। এই সময় ঘটনাস্থলে চালক সহ একটি ট্রাক্টর ও জমির মালিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জমির মালিক আকন্দপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে গোলাম মোরশেদ (২৩) এবং ট্রাক্টর চালক ও মালিক হাবিবুল্লাহ (৩৬)। তিনি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের চিলাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতে জমির মালিক ও ট্রাক্টর চালক নিজেদের অপরাধ স্বীকার করায় উভয়কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড অথবা তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি)- গেলাম রব্বানী সরদার। এই সময় উভয়ই অর্থদণ্ড পরিশোধ করেন।
এস.এম/ডিএস