শনিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে নিয়মিত বালু উত্তোলন হচ্ছে এমন এমন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট- গোলাম ফেরদৌস। অভিযানের বিষয়টি বুঝতে পেরে বালু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও বালু পরিবহণের জন্য আসা চারটি ট্রাক্টর ও দুইজন চালককে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানা এলাকার মুছা মিয়ার ছেলে কেরামত আলী এবং দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের এলেকেশন রায়ের ছেলে তাপস কুমার রায়।
ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় এবং বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ১৫(১) ধারায় উভয়কে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট- গোলাম ফেরদৌস অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “ভবিষ্যতেও এই রকম অভিযান অব্যাহত থাকবে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন