শনিবার (১৯ আগস্ট) সকালে সাড়ে ৮ টায় দেবীগঞ্জ থানা পুলিশের অভিযানে গরুগুলো আটক করা হয়। এই সময় যে ট্রাকে গরুগুলো পরিবহন করা হচ্ছিল সেটিও আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮ টায় ডোমার থেকে আসা ভারতীয় গরু বোঝাই একটি ট্রাক দেবীগঞ্জ চতুর্থ চীন মৈত্রী সেতু অতিক্রম করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ। পরে দেবীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক কামাল উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরু বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসেন। এইসময় ট্রাকের চালক ও সাথে থাকা রাখালকেও আটক করা হয়।
সূত্রটি আরো জানায়, গরুগুলো সীমান্ত পথে অবৈধ ভাবে বাংলাদেশে আনা হয়েছিল। আজ সকালে সেগুলো বিক্রির উদ্দেশ্যে দিনাজপুর জেলার কাহারোলে নিয়ে যাওয়া হচ্ছিল। গরুগুলো আটকের পর সাথে থাকা রাখাল আদম ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি গরুগুলোর মালিক আমির ইসলামকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে গরুগুলো ক্রয়ের রশিদ দেখান তারা। তবে সেগুলোতে অসংলগ্নতা পায় পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানায় সূত্রটি।
[caption id="attachment_11152" align="aligncenter" width="320"] বিজ্ঞাপন[/caption]
এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-ডোমার উপজেলার গোমনাতি এলাকার জমির উদ্দিনের ছেলে আমির হোসেন, দক্ষিণ আমবাড়ি এলাকার আবু কালামের ছেলে আদম ইসলাম, পূর্ব আমবাড়ি এলাকার ফয়জুল ইসলামের ছেলে ফরিদ এবং গোমনাতি বাজারপাড়া এলাকার বুলবুল ইসলামের ছেলে আবু সাঈদ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, "আটক গরুগুলোর ক্রয় রশিদ যাচাই করে অসংলগ্নতা পাওয়ায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।"
এস.এম/ডিএস