উপজেলার দেবীডুবা ইউনিয়নের সর্দার পাড়া এলাকার নদীয়া রায় ও তারই পুত্র ছত্র রায়ের রান্না ঘর বাদে সবগুলো ঘরের সবকিছুই পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, গতকাল (২৮ এপ্রিল) দিবাগত রাতে আনুমানিক রাত ৮ টা’য় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে রান্না ঘর ছাড়া সবকটি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনটি টিনের ঘর, ঘরে রাখা কিছু ধান, চাল, ভুট্টা, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে যায়।
রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ী দুটি পরিদর্শন করেন এবং শুকনা খাবার (চাল, ডাল, তেল, চিনি ও নুডুলস) প্রদান করেন এবং জানান, পরবর্তীতে উপজেলা প্রশাসন থেকে নগদ অর্থ ও ঘরের টিন দেয়া হবে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার- রাজীব ভূইয়া জানান, “সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন