শনিবার ( ৪ মার্চ) বেলা ২ টায় দেবীগঞ্জ- পঞ্চগড় মহাসড়কের লক্ষীরহাট এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশে বাস উল্টে যায়। এতে বাসে থাকা ২৬ জন মুসল্লি আহত হন এবং দেবীগঞ্জ হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জে অনুষ্ঠিত জেলা ইজতেমার আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নিয়ে একটি বাস পঞ্চগড়ে উদ্দেশ্যে রওনা দেয়।উপজেলার লক্ষীরহাট নামক স্থানে এসে ট্রাক সাইড দিতে গিয়ে সড়কের পাশে বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা ৪৭ জন মুসল্লির মাঝে ২৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মাঝে একজন স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-জামাল হোসেন জানান, "একটি ট্রাক সাইড দিতে গিয়ে বাসটি উল্টে যায়। বাসে ৪৭ জন যাত্রী ছিলেন এর মাঝে ২৬ জন আহত হন। দেবীগঞ্জ হাসপাতালে নেয়া হলে একজন মারা যান । এছাড়া ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।"
এস.এম/ডিএস