রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা'য় দেবীগঞ্জ পৌর সদরের দো-সীমানা এলাকায় গ্ৰামবাসীর আয়োজনে শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯ টায় দেবীগঞ্জ পৌসদরের দো-সীমানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ শাহিন(২০) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একই এলাকার লাল মিয়ার ছেলে তাহের। আহত শাহিন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এঘটনায় শাহিনকে বাঁচাতে গিয়ে মিনার নামে আরেকজন আহত হয়।
এদিকে ঘটনার পরদিন (৫ ডিসেম্বর) শাহিনের মা মোছাঃ চন্দ্রবানু বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন তাহেরের পিতা লাল মিয়া, দুই ভাই আলমগীর হোসেন ও হাচান আলী।
অন্যদিকে এজাহার দাখিলের পাঁচদিন পেরিয়ে গেলেও প্রধান আসামীকে গ্রেফতার না করায় পরিবার ও গ্ৰামবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবন্ধনে গ্ৰামবাসী ও পরিবারের পক্ষ থেকে শাহিন হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি তাহেরকে গ্ৰেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে ছুরিকাঘাতে আহত শাহিনের মা বলেন, "আমার ছেলে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অথচ পুলিশ মামলার আসামীদের গ্রেফতার করছে না। আসামীর পরিবার আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।"
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "এবিষয়ে আমরা আন্তরিক আছি। আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি।"
এস.এম/ডিএস