অনেক স্মার্টফোনে স্টোরেজ কম হওয়ার কারণে স্মার্টফোন ব্যবহারের বাধার সম্মুখীন হয় ব্যবহারকারীরা। এছাড়াও ফোন থেকে অ্যাপ আনইন্সটল করতে হয় স্টোরেজ খালি করার জন্য, যা ব্যবহারকারীর বিরক্তির কারণ। এই সমস্যার সমাধান আনতে যাচ্ছে গুগলের আর্কাইভিং অ্যাপ ফিচার।
গুগোল এই ফিচারটি নিয়ে এক ব্লগ পোস্টে জানিয়েছে আর্কাইভিং অ্যাপ ফিচারের মাধ্যমে কিছু অ্যাপ এর আকার ৬০ শতাংশ পর্যন্ত কমানো যাবে, যা আকারে অনেক ছোট হবে। ফলে অ্যাপ আনইন্সটল করতে হবে না । ব্যবহারকারীরা অ্যাপ ইন্সটল করার আগ পর্যন্ত সব ডেটা সংরক্ষিত থাকবে এই অ্যাপে ।অ্যান্ড্রয়েড প্যাকেজ বা আর্কাইভিং এপিকে হিসেবে যা পরিচিত ।
এই অ্যাপে তথ্য মুছে যাওয়া বা হারানোর ভয় থাকবে না তবে এই ফিচারটি থেকে ব্যবহারকারীরা বিরত থাকতে পারবেন । এই ফিচারটি ব্যবহারের ফলে অ্যাপ আনইন্সটল এর হার কমবে । গুগল জানিয়েছে এই বছরের শেষের দিকে এই ফিচারটি পাওয়া যাবে ।
মন্তব্য করুন