ইতিমধ্যে জেলায় ও উপজেলায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর ভিড় বেড়েছে। শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে হঠাৎ করে অতিরিক্ত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের দায়িত্বরতদের।
সোমবার (০৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে নিউমোনিয়া আর জ্বর সর্দিকাশি নিয়ে ভর্তি হয়েছেন ৪০ জন। উপায় না পেয়ে অভিভাবকরা আক্রান্ত শিশুদের চিকিৎসা নিতে ভিড় করছেন হাসপাতালগুলোতে।
জানা গেছে, গত এক সপ্তাহে নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে অন্তত তিন শতাধিক শিশু রোগী। হঠাৎ করে জ্বর-সর্দি ও কাশি হওয়ার পর ডায়রিয়া শুরু হয়। বাড়িতে কোনো সমাধান না হওয়ায় হাসপাতালে আসতে হয়েছে অনেককে। এ ছাড়া আউটডোরে প্রতিদিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যাচ্ছে। সরকারি হাসপাতাল, অরবিন্দ শিশু হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা।
দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতাল, এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগে সাড়ে তিন শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বোরহানুল ইসলাম সিদ্দিকী।
সজীব/ডিএস