বৃহস্পতিবার (১৫ জুন) রেলপথ মন্ত্রণালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রতিশ্রুতি দেন। সাক্ষাতে পরিষদের পক্ষ থেকে কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকার গোপীবাগ হরিজন ও তেলেগু কলোনির উচ্ছেদকৃত পরিবারগুলোর পুনর্বাসন এবং নতুন করে পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা না করতে মন্ত্রীকে অনুরোধ জানিয়ে একটি স্মারক লিপি জমা দেন।
এ সময় রেলপথমন্ত্রী আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। তিনি তাৎক্ষণিকভাবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালককে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
রেলপথ মন্ত্রী বলেন, "পুনর্বাসন ছাড়া আর একটি পরিবারকেও সেখান থেকে উচ্ছেদ করা হবে না। ওই কলোনি থেকে ইতোপূর্বে উচ্ছেদকৃত সব পরিবারকেই যথাযথভাবে পুনর্বাসন করা হবে।"
মন্ত্রী ঐক্য পরিষদের নেতাদের জানান, "এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আন্তরিক। আমি নিজেও সম্প্রতি ওই কলোনি পরিদর্শন করে বাসিন্দাদের সার্বিক অবস্থা সরেজমিনে দেখে এসেছি।গোপীবাগ রেলওয়ে হরিজন ও তেলেগু কলোনির বাসিন্দাদের জন্য সেখানে অতি দ্রুত বহুতল আবাসিক ভবন নির্মাণ করে দেওয়া হবে।"
এ সময় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
• ছবি: অনলাইন থেকে সংগৃহীত
এস.এম/ডিএস