সারাদেশের ৩২৩ টি পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ এবং প্রশাসকদের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের জন্য কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে কাউন্সিলরদের অপসারণ এবং কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে বাংলাদেশের ৩২৩ টি পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।
একই দিনে উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২ক (২) অনুযায়ী উপজেলা সদর পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের জন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হলো। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসক এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে বলা হয়, কমিটির সদস্যবৃন্দ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২ক(২) অনুযায়ী পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন। কমিটির সদস্যবৃন্দ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২ক(৩) অনুযায়ী কাউন্সিলর-এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং কমিটির প্রত্যেক সদস্য প্রতিটি সভার জন্য উৎসে কর কর্তন সাপেক্ষে বিধিমোতাবেক সম্মানিভাতা প্রাপ্য হবেন। সম্মানির পরিমাণ পৌরসভার আয় অনুযায়ী নির্ধারণ করা যাবে, তবে তা ৩০০০/- (তিন হাজার) টাকার অধিক হবে না।
এস.এম/ডিএস
মন্তব্য করুন