বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে আউলিয়ার ঘাটে নৌকাডুবিতে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এসময় নৌকাডুবিতে নিহত ও ক্ষতিগ্রস্থ ৬৯ টি পরিবারের সদস্যদের হাতে নগদ ৫০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী এবং পঞ্চগড় রেডক্রিসেন্টের দেয়া ৫ হাজার টাকা তুলেন দেন রেলপথমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান।
জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন।
নৌকাডুবিতে নিহতদের পরিবারকে রেলমন্ত্রীর আর্থিক সহায়তা
এসময় বিশেষ অতিথি হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মহাপরিচালক আতিকুল হক, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলিম মাহমুদ, পঞ্চগড়ের পুলিশ সুপার ইউসুফ আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠান শেষে রেলপথমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য,, গত রবিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে অতিরিক্ত যাত্রী উঠার ফলে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে।
আর.ডিবিএস