বুধবার ( ২৮ সেপ্টেম্বর ) সকালে করতোয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলার নিহত ও নিখোঁজদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আর্থিক সহায়তার অর্থ তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির- আবুল বাশার বসুনিয়ার সভাপতিত্বে আর্থিক সহায়তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির- ডা. শফিকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল- মাওলানা আব্দুল হালিম; জামায়াতে ইসলামীর জেলা আমির-অধ্যাপক ইকবাল হোসাইন; জেলা সেক্রেটারি- মাওলানা দেলাওয়ার হোসেইন; পঞ্চগড়- ১ আসনের জামায়াতে মনোনীত প্রার্থী- মাওলানা আব্দুল খালেক; পঞ্চগড়- ২ আসনের মনোনীত প্রার্থী- এডভোকেট আজিজুল হক।
এছাড়াও জেলা জামায়াত ও শিবিরের উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[caption id="attachment_9101" align="aligncenter" width="300"] নৌকাডুবিতে মা হারানো ছোট্ট শিশুকে আগলে ধরেছেন- জামায়াতে ইসলামীর আমির- ডা. শফিকুর রহমান...[/caption]
অনুষ্ঠানে নৌকাডুবির ঘটনায় নিহত ৬৯ টি পরিবার এবং নিখোঁজ ৩ টি পরিবারের মাঝে জনপ্রতি ৩০ হাজার টাকা করে ২১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয় । এছাড়া মা হারানো দুই শিশু ও সন্তান হারনো এক মাকে ১০ হাজার টাকা প্রদান করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে।
উল্লেখ্য,, গত রবিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৬৯ টি মরদেহ উদ্ধার করা হয়েছে এখনো নিখোঁজ রয়েছে ৩ জন।
এস.এম/ডিএস