গত রোববার (১৮ জুন) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালককে এক মাসের মধ্যে শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকা দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে মাদক ব্যবসার কারণে ‘বছরে ৫ হাজার কোটি টাকা পাচার’ হওয়ার ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মাদক ব্যবসার কারণে ‘বছরে ৫ হাজার কোটি টাকা পাচার’ হওয়ার ঘটনা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। অ্যাডভোকেট সুবীর নন্দী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, এনবিআরকে বিবাদী করা হয়।
গত ১১ জুন ‘মাদক ব্যবসার কারণে বছরে পাচার ৫ হাজার কোটি টাকা’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। হাইকোর্টে দায়ের করা রিটে প্রতিবেদনগুলো সংযুক্ত করা হয়।
•তথ্যসূত্র: ইত্তেফাক
•ছবি: অনলাইন থেকে সংগৃহীত
এস.এম/ডিএস
মন্তব্য করুন