সোমবার (১৫ই আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান- আব্দুল মালেক চিশতি।
আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র- আবু বকর সিদ্দীক আবু; দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- জামাল হোসেন; উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী; উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ; উপজেলা কৃষি কর্মকর্তা; সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার- বাবু স্বদেশ চন্দ্র রায়; উপজেলা মহিলা লীগের সভাপতি- রওশন আরা চিশতি।
এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ, সহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- গোলাম রব্বানি সরদার এর সঞ্চালনায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়। দোয়া ও আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন