জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৬লাখ ৭৮হাজার ৬৪কোটি টাকা । মোট ৬২ টি মন্ত্রণালয়/বিভাগ আওতায় এ বছর ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য বরাদ্দের প্রস্তাব হয়েছে ১হাজার ৯১৬ কোটি টাকা ।
যা গত অর্থবছরের চেয়ে ২৭৪ কোটি টাকা বেশি । গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ১ হাজার ৭২১ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে পরিমাণ দাঁড়িয়েছিল ১ হাজার ৬৪২ কোটি টাকা।
জি.এম.লাবু/এস.এম/ডিএস
মন্তব্য করুন