জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গঠিত তদন্ত কমিটির আহ্বায়কসহ সকল সদস্য একই সময়ে উক্ত দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান ও নিহত ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানে সরাসরি সম্পৃক্ত থাকায় তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে উক্ত কমিটির আহ্বায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট- দীপঙ্কর রায় অতিরিক্ত ৩ কার্য দিবস সময় বৃদ্ধির আবেদন করলে পঞ্চগড় জেলা ম্যাজিস্ট্রেট, আবেদনটি মঞ্জুর করেছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, এখন পর্যন্ত নতুন কোন লাশের সন্ধান পাওয়া যায় নি। উদ্ধারকৃত নিহত ব্যক্তির সংখ্যা-৬৮, মিসিং ব্যক্তি-০৪ জন ।
উল্লেখ্য,, গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৩ টি মরদেহ উদ্ধার করা হয়েছে এখনো নিখোঁজ রয়েছে রয়েছে অনেকে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন