শুক্রবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে খেলোয়াড়দের মধ্যে ফাইনল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৯-০ গোলে টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম জয় লাভ করে।
পরে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাঝিয়াল পাড়া গুচ্ছগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে খেলোয়াড়দের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ২-০ গোলে মাঝিয়াল পাড়া গুচ্ছ গ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম জয় লাভ করে।
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়- ২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন (এমপি)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান ও রানার্স আপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এস.এম/ডিএস