ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনী লিমিটেডকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে দলটি। নুরুল হাসান সোহানের দুর্দান্ত ফিনিশিংয়ে আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আবাহনী প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রান সংগ্রহ করে ৬ উইকেটের বিনিময়ে। দলের পক্ষে তরুণ ব্যাটার তৌহিদ হৃদয় সর্বোচ্চ ৫৩ রান করেন। জাকের আলী অনিক ৪৭, মোহাম্মদ সাইফউদ্দিন ৪৪ রান ও আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে আসে ২৯ রান।
শেখ জামালের বোলার জিয়াউর রহমান নেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে শেখ জামাল। এরপর নুরুল হাসান সোহান দলের হাল ধরেন । তাকে সঙ্গ দেন পারভেজ রসূল। পারভেজ ৪০ বলে ৩৩ রান সংগ্রহ করে।
এরপর ৭ম উইকেট জুটিতে সোহান ও জিয়াউরের ৮২ রানে ভর করে ১৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
৮টি চার ও ২টি ছক্কায় ৮১ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন সোহান।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী লিমিটেড : ২২৯/৬ (৫০ ওভার)
হৃদয় ৫৩, জাকের ৪৭*, সাইফউদ্দিন ৪৪*, আফিফ ২৯
জিয়াউর ৩৬/২, সাইফ ১৯/১
শেখ জামাল : ২৩২/৬ (৪৭ ওভার)
সোহান ৮১*, জিয়াউর ৩৯*, পারভেজ ৩৩
সাইফউদ্দিন ৩৬/২, তানভীর ২৩/১
ফলাফল : শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪ উইকেটে জয়ী।
আরএইচ/ দেস