তবে ওই সময় রাশিয়া এবং ইরান দুই দেশই বিষয়টি অস্বীকার করেছিল।
এবার মার্কিন গণমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, ইরান থেকে সেসব যুদ্ধাস্ত্র কেনার আগে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে রুশ সেনারা।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন জানায়, ইরান থেকে ড্রোন কেনার আগে সেগুলো চালানোর জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে রুশ সেনারা।
এ ব্যাপারে সিএনএনকে ওই কর্মকর্তা বলেছেন, গত শেষ কয়েকটি সপ্তাহে। রাশিয়ার কর্মকর্তারা, ইরান থেকে ড্রোন আনতে ইরানে প্রশিক্ষণের আয়োজন করেছে।
আরো পড়ুন : ভালোবাসার টানে মিশরীয় তরুণী দিনাজপুরে
এ ব্যাপারে তথ্য নিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ার দূতাবাসে যোগাযোগ করে সিএনএন। তবে তাদের প্রশ্নের কোনো জবাব দেয়নি রুশ দূতাবাস।
গত মাসে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভকে ইরানের ড্রোন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে কোনো মন্তব্য নেই।
সিএনএন জানায়, ইরানের ড্রোন কিনতে জুন মাসে দুইবার ইরান সফরে যায় রাশিয়ার প্রতিনিধিরা এবং তারা ড্রোনের ঘাঁটি পরিদর্শন করেন।
স্যাটেলাইটে পাওয়া ছবির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয় সিএনএন।
সূত্র: সিএনএন
আর.ডিবিএস
মন্তব্য করুন