AH
২ অগাস্ট ২০২২, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রক্ত দিয়ে চিঠি লিখে মা হত্যার বিচার চেয়েছেন মেয়ে, অতঃপর

মা হত্যার বিচার চেয়ে রক্ত দিয়ে চিঠি লিখেছেন মেয়ে। অতঃপর ৬ বছর পর তাদের মায়ের হত্যার বিচার পেলেন মেয়েরা।

 

চোখের সামনে মা পুড়ছিলেন। কিন্তু কিছুই করতে পারেননি দুই মেয়ে। কারণ, তাঁরা যে কক্ষে ছিলেন, তা বাইরে থেকে তালা দেওয়া ছিল। মায়ের সেই বাঁচার আকুতি, চিৎকার এখনো কানে বাজে তাঁদের। হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয় স্থানীয় পুলিশ। একপর্যায়ে বড় বোন মা হত্যার বিচার চেয়ে নিজের রক্তে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন। এরপর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। দীর্ঘ ছয় বছর পর অপরাধী দণ্ডিত হন।

 

চিঠি লেখার সময় দুই বোনের বয়স তখন ১৫ ও ১১। বড় বোনটি এখন ২১ বছরের তরুণী। তাঁর নাম লতিকা বানসালি। প্রত্যক্ষদর্শী হিসেবে লতিকা ও তাঁর ছোট বোনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত অপরাধীকে দণ্ডিত করে কারাগারে পাঠান। আর এই দণ্ডিত ব্যক্তি হলেন দুই বোনের বাবা।

 

লতিকার মায়ের ‘অপরাধ’ ছিল ছেলেসন্তান জন্ম দিতে না পারা। এ জন্য স্বামীর হাতে মার খাওয়া ছিল তাঁর নিত্যদিনের ঘটনা। তবে লতিকার বাবা মনোজ বানসাল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। অবশ্য গত বুধবার উত্তর প্রদেশ রাজ্যের বুলন্দশহর জেলা আদালত মনোজকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

 

এই বিচারকাজ চলার সময় লতিকা ও তাঁর বোন আদালতকে জানিয়েছেন, তাঁরা কোন পরিবেশে, কীভাবে বেড়ে উঠেছেন। তাঁরা দেখেছেন, কন্যাসন্তান জন্ম দেওয়ার দায়ে তাঁর মা অনু বানসালকে বাবা ও বাবার বাড়ির লোকজন কতটা কথা শুনিয়েছেন, কতটা নির্যাতন করেছেন। তাঁর মাকে এক এক করে ছয়বার গর্ভপাত ঘটানো হয়েছে। কারণ, সেগুলো ছিল কন্যা ভ্রূণ।

২০১৬ সালে লতিকা ও তার ছোট বোন

 

লতিকা বলেন, দিনটি ছিল ২০১৬ সালের ১৪ জুন। সেদিন সকালে চোখের সামনে তাঁদের জীবন পাল্টে যায়। দেখতে পান, তাঁদের বাবা তাঁদের মায়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। আর এতে সহায়তা করেছেন বাড়ির অন্য সদস্যরা

 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে লতিকা আদালতকে বলেন, ‘মায়ের চিৎকারে সকাল সাড়ে ছয়টায় ঘুম ভাঙে। কিন্তু আমরা কিছুতেই মাকে সাহায্য করতে পারছিলাম না। কারণ, আমাদের কক্ষের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। চোখের সামনে মাকে দাউ দাউ করে জ্বলতে দেখলাম।’

 

আরো পড়ুন : জাওয়াহিরিকে যেভাবে হত্যা করে সিআইএ

 

লতিকা আরও বলেন, এ ঘটনার পর তাঁরা স্থানীয় পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে ফোন দিলেও সাড়া মেলেনি। এরপর তাঁরা তাঁদের মামা ও দাদুকে ফোন দেন। এ খবর পেয়ে দ্রুত তাঁরা ছুটে আসেন এবং মাকে হাসপাতালে নিয়ে যান।

 

চিকিৎসক জানান, অনু বানসালের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

 

দুই বোন ভালোভাবেই বুঝতে পারছিলেন, মা হত্যার বিচার তাঁরা পাবেন না। তাই তাঁরা নিজেদের রক্ত দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে মায়ের হত্যার বিচার চেয়ে চিঠি লেখেন। সেখানে তাঁরা অভিযোগ করেন, স্থানীয় পুলিশ এ হত্যা মামলাকে আত্মহত্যায় রূপ দিচ্ছে।

 

চিঠি পাওয়ার পর অখিলেশ যাদব লতিকা ও তার বোনের সঙ্গে দেখা করেন।
এরপরই মুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ পুলিশ ও প্রশাসনের উচ্চপর্যায়কে মামলাটি দেখার নির্দেশ দেন। যথাযথ তদন্ত না করায় স্থানীয় তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

 

আরো পড়ুন : জাওয়াহিরিকে যেভাবে হত্যা করে সিআইএ

 

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, অখিলেশ যাদব এই দুই বোনের জন্য ১০ লাখ রুপি আর্থিক সহযোগিতা দেন। পাশাপাশি ভাগনিদের যেন ভালোভাবে দেখাশোনা করতে পারেন সে জন্য তাদের মামাকে সরকারি চাকরি দেওয়া হয়।

 

এই দুই বোনের আইনজীবী সঞ্জয় শর্মা বিবিসিকে বলেন, চূড়ান্ত রায় পেতে ৬ বছর ১ মাস ১৩ দিন লেগেছে। তিনি বলেন, ‘কন্যারা নিজের বাবার বিরুদ্ধে মামলা চালিয়ে অবশেষে ন্যায়বিচার পেয়েছে, এটি একটি বিরল ঘটনা।’ ছয় বছরের বেশি সময়ে এই দুই বোন ১০০ বারের বেশি আদালতে হাজিরা দিয়েছেন, একটি তারিখও বাদ যায়নি।

 

আইনজীবী শর্মা আরো বলেন, ‘এটি শুধু একজন নারীকে হত্যা নয়, এটি সমাজের বিরুদ্ধে অপরাধ। সন্তান ছেলে না মেয়ে হবে, তা নির্ধারণ হওয়ার পেছনে নারীর হাত নেই, তাহলে তারা কেন নির্যাতিত হবে বা শাস্তি পাবে?’

 

 

আর.ডিবিএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি 

পঞ্চগড়ে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে পুলিশ সুপারের প্রস্তুতিমূলক সভা

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭০ বছর বয়সী বৃদ্ধার

দেবীগঞ্জে সেনা অভিযানে বিদেশি মদসহ দুই মাদকসেবী আটক 

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর

দেবীগঞ্জে দূর্নীতিবাজ সহকারী প্রধান শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ মিছিল 

দেবীগঞ্জে দেখা মিলল ফ্লেমিংগো পাখির

পঞ্চগড়ে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯০ তম তিরোধান দিবস পালিত

১০

দেবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

১১

দেবীগঞ্জে আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য হিস্যার দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল 

১২

দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১৩

বৃক্ষরোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘দেবীগঞ্জ স্টুডেন্ট সোসাইটি অব ঢাকা’

১৪

দেবীগঞ্জে বিএনপির শান্তি মিছিল 

১৫

হাজারো কর্মী নিয়ে শুকরানা নামাজ আদায় করলো জামায়াত ইসলামী 

১৬

দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন 

১৭

দেবীগঞ্জে আনসার ও ভিডিপির বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন

১৮

বিদায় বেলা শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন প্রধান শিক্ষক 

১৯

দেবীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে গিয়ে নাশকতার মামলায় আটক দুই শিক্ষার্থী

২০