গ্রাহকের ব্যক্তিগত সংরক্ষণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে গুগলের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়া । যা রাশিয়ার তদারকি সংস্থা `রসকমনাডজর' নিশ্চিত করেছে। আইন লঙ্ঘনের অভিযোগ এনে এর আগেও গুগলকে জরিমানা করেছিল রাশিয়া । জরিমানার পরপরই রাশিয়ায় নিজেদের দেউলিয়া ঘোষণা করে গুগোল ।
রাশিয়া অঞ্চলে থাকা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য স্থানীয় ডাটাবেজে সংরক্ষণ না করার অভিযোগে গত বছর গুগলকে ৪৬ হাজার ৫৪০ ডলার জরিমানা করেছিল রাশিয়া। ২৭শে মে (শুক্রবার) দায়ের করা নতুন মামলায় রাশিয়ার আইন মেনে চলতে গুগলের ক্রমাগত ব্যর্থতাকে কারণ হিসেবে দেখানো হয়। এ প্রসঙ্গে রয়টার্সকে কোন মন্তব্য করতে রাজি হয়নি গুগল।
নিয়ন্ত্রক সংস্থাটি আরও ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে এয়ারবিএনবি, পিন্টারেস্ট, লাইকমি, টুইচ, অ্যাপল এবং ইউনাইটেড পার্সেল সার্ভিস। যেহেতু তারা প্রথমবারের মতো আইন লঙ্ঘন করেছে, ফলে তাদের সম্ভাব্য জরিমানা হতে পারে ১০ লাখ থকে ৬০ লাখ রুবল।
লাবু/এস.এম/ডিএস