সোমবার (১৭ অক্টোবর) বিকেলে ভোটগ্রহণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম। মোঃ হান্নান শেখ চশমা প্রতীক নিয়ে মোট ২৮৩ টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত আবু তোয়বুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৩১ ভোট।
এর আগে, সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত জেলার ৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে চলে পঞ্চগড় জেলা পরিষদের ভোটগ্রহণ। মোট ভোটার ছিলেন ৬১২ জন। এই নির্বাচনে মোট তিনজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এছাড়া দুইটি সংরক্ষিত মহিলা আসনে ৫ জন ও ৪টি সাধারণ সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
[caption id="attachment_9358" align="alignleft" width="350"] ইভিএম মেশিনে ভোট প্রদানের ছবি.[/caption]
সাধারণ সদস্য পদে বিজয়ীরা হলেন- পঞ্চগড় সদরে রুবেল ইসলাম, তেঁতুলিয়ায় আলমগীর হোসেন, আটোয়ারী উপজেলায় কমলেশ চন্দ্র ঘোষ এবং দেবীগঞ্জ উপজেলায় আকতার হোসেন নিউটন। বোদা উপজেলায় কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের আগেই আব্দুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। সংরক্ষিত নারী সদস্যরা হলেন- আকতারুন নাহার সাকী (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবং তানজিনা ইয়াসমিন (বোদা, দেবীগঞ্জ)।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, "সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন নিরবিচ্ছিন্ন করতে প্রতিটি কেন্দ্র এবং আশপাশের এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল। এছাড়া নির্বাচন ঘিরে বিজিবি, পুলিশ, আনসার, মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।"
এস.এম/ডিএস