আবারো করোনায় মৃত্যু- শূন্য বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২২ | ১০:২৩ 279 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২২ | ১০:২৩ 279 ভিউ
Link Copied!

৬ষ্ঠ দিনের মতো করোনায় মৃত্যু-শূন্য বাংলাদেশ ।

রবিবার (১০ই এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস (কোভিড-১৯) বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ৬দিন করোনায় মৃত্যুশূন্য থাকল দেশ। ফলে দেশের মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রইল।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মাত্র ৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭০৭ জন। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন।

এর আগের দিন (৯ই এপ্রিল) ২৮ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদপ্তর। এদিনও করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ।

{ বিজ্ঞাপন }

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে, প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।

 

 

 

এস.এ/ ডিএস

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত