মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়ন থেকে অভিযুক্ত শিক্ষার্থী জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার এসআই এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন : পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে শুরু হচ্ছে অভিযান
পুলিশ জানায়, মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। তিনি তার বাড়ির ভাড়াটিয়ার গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাকে আশুলিয়া থানায় আনা হয়েছে।
আশুলিয়া থানার এসআই এমদাদুল হক বলেন, চিত্রশাইল এলাকার উজ্জ্বলের বাড়ির এক ভাড়াটিয়ার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার বাড়িতে আত্মগোপনে ছিলেন উজ্জ্বল। তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আজ তাকে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত শিক্ষার্থী এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান অব্যাহত রয়েছে।
আরো পড়ুন : সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের বীমা বিষয়ক আলোচনা সভা ও মৃত্যুদাবী চেক প্রদান সম্পন্ন
প্রসঙ্গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে তারই এক শিক্ষার্থী। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন।
আর.ডিবিএস
মন্তব্য করুন