বাংলাদেশে প্রতিবছর বহু মানুষ বজ্রপাতে নিহত হন। বেশিরভাগ ক্ষেত্রে অসাবধানতার কারণে মৃত্যু ঘটে বজ্রপাতে। জুন থেকে আগষ্ট মাস পর্যন্ত বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। এসময় সারা বছরের তুলনায় বজ্রপাতের পরিমাণও বেড়ে যায়।
আসুন জেনে নেই বজ্রপাতের হাত থেকে বাঁচার কিছু কৌশল-
১. ঘন ঘন বজ্রপাতের সময় খোলা বা উঁচু জায়গায় না থেকে দালান বা গাছের নিচে আশ্রয় নিন।
২. বজ্রপাতের সময় ঘরের জানালার কাছে উঁকিঝুঁকি মারা থেকে বিরত থাকুন। এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি সংস্পর্শ থেকে দূরে থাকুন।
৩. বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব ধরনের যন্ত্রপাতি এড়িয়ে চলুন। যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন। টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও স্পর্শ করা ঠিক হবে না।
৪. বজ্রপাতের সময় গাড়িতে থাকলে দ্রুত বাড়িতে ফেরার চেষ্টা করুন। যদি প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টি হয়, তা হলে গাড়ি কোনো বারান্দা বা পাকা ছাউনির নিচে রেখে অপেক্ষা করুন।
৫. বৃষ্টি হলে রাস্তায় পানি জমতে পারে। অনেক সময় বিদ্যুতের তার ছিঁড়ে সেই পানিতে পড়ে হতে পারে দুর্ঘটনা।
৬. বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। যদি একান্ত বের হতেই হয়, রবারের গামবুট এ ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে।
৭. কৃষকেরা মাঠে কাজ করার সময় হঠাৎ করে বজ্রপাত শুরু হলে দাঁড়িয়ে দৌড় না দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ুন।
সর্বোপরি, আকাশ মেঘলা দেখলে অথবা বৃষ্টি ও বজ্রপাতের লক্ষন দেখলে ঘরে বাহিরে বের হওয়া থেকে বিরত থাকুন ।
এসব পন্থা অবলম্বন করে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়া কিংবা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব । আসুন নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি ।
তথ্যসূত্র:- আবহাওয়া অধিদপ্তর ও ফায়ার সার্ভিস।
রাশিন/এস.এম/ডিএস