শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে ঘাটাইল সদর থেকে ১৫ কিমি দূরে আমুয়াবাইদ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই পরীক্ষার্থী হলেন- সংগ্রামপুর ইউনিয়নে এগারকাহনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে নাঈম (১৭) ও একই গ্রামের ছাত্তারের ছেলে সাকিল (১৭)। নিহত দুজন পরীক্ষার্থীই স্থানীয় আজাদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ও একই সঙ্গে দাখিল পরীক্ষা দিচ্ছিল। এ ঘটনায় এইচএসসিতে পড়ুয়া রানা (১৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
স্থানীয়রা জানান, বেড়াতে গিয়ে ছনখোলা থেকে মোটরসাইকেল নিয়ে তারা বাড়ি ফিরছিল। এ সময় রাত ৭টার দিকে তাদের নিজের শিক্ষাপ্রতিষ্ঠান আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশে আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়ে মাথাসহ শরীরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।
পরে তাদের প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে থেকে নাঈম ও সাকিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিলকে মৃত ঘোষণা করেন। এদিকে ময়মনসিংহ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নাঈম।
দুর্ঘটনায় আহত রানা নামে অপরজন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন