স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ…


দেবীগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আশরাফুল আলম এমু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে, বিজয় ১৬ এবং উত্তাল ৭১ এর মাঝে খেলা হয় । টুর্নামেন্টে বিজয়ী হয়েছে উত্তাল ৭১ ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এছাড়া টুর্নামেন্ট এর পক্ষ থেকে সদ্য পদোন্নতি পাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান কে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় ।