দেবীগঞ্জ উপজেলা স্কাউট এর পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে পদোন্নতি পাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
বুধবার (৩০ শে মার্চ ) উপজেলা স্কাউট ভবনে অনুষ্ঠানিকভাবে স্কাউট এর পক্ষ থেকে সদ্য পদোন্নতি পাওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত গোলাম ফেরদৌস কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
দেবীগঞ্জ উপজেলা স্কাউট এর কমিশনার মাসুদা সিদ্দিকার সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান ।
বিদায়ী সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ, থানা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, উপজেলা স্কাউট এর সম্পাদক আশরাফুজ্জামান লতিফ, কাব স্কাউট এর সহকারী কমিশনার মোঃ ওয়াজেদ আলী, উপজেলা স্কাউট এর সহ- সম্পাদক শরীফ চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক পিয়ারী বেগম সহ উপজেলা স্কাউট এর অন্যান্য সদস্যবৃন্দ ।
দেবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রত্যয় হাসান সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন এবং গোলাম ফেরদৌস কুড়িগ্রাম জেলার ভুমি অধিগ্ৰহণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন । সম্রতি তাকে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।