৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদে গ্ৰাম আদালত কার্যক্রম চালু করলেন নবনির্বাচিত চেয়ারম্যান, মশিউর রহমান।
শনিবার (২রা এপ্রিল ) দেবীগঞ্জ উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ ভবনে এই কার্যক্রম এর সুচনা করা হয়।
সূচনা গ্ৰাম আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মশিউর রহমান । বিচারকার্য শুরু করার সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্য এবং সংরক্ষিত ৩ আসনের মহিলা সদস্যসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ । চেয়ারম্যান, বিচারকার্যে বাদী বিবাদীর দ্বন্দ্ব সমাধান করতে সক্ষম হন ।
সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মশিউর রহমান জানান- “আমরা চেষ্টা করছি গ্রামের ছোট খাটো বিষয়গুলো নিয়ে যাতে সাধারণ মানুষ জেলা আদালতে না গিয়ে আমাদের কাছে সমস্যা সমাধান করার জন্য আসে । আমরা সুষ্ঠুভাবে সমাধান করার চেষ্টা করবো । ইতিপূর্বে আমরা ইউনিয়নে মাইকিং করে ঘোষণা করেছি পারিবারিক দ্বন্দ্বে সর্বোচ্চ ৭৫ হাজার টাকার মধ্যে যেকোনো ক্ষতি বিচারের আওতায় পড়লে আমরা ইউনিয়ন পরিষদে সেই বিচারকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করবো । সুষ্ঠু বিচারকার্য পরিচালনার প্রত্যাশা নিয়ে আজকে আমরা বিচারকার্যের সূচনা করলাম।”
উল্লেখ্য , প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত বিদ্যমান রয়েছে । নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দীর্ঘদিন গ্ৰাম আদালত কার্যক্রম বন্ধ ছিল । নির্বাচনের পর প্রথমবারের মতো সোনাহারে গ্রাম আদালতে বিচার শালিসের কার্যক্রম শুরু হলো ।গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে এলাকার ছোট খাটো বিবাদ মীমাংসা হয়ে থাকে যাতে ছোট খাটো পারিবারিক দ্বন্দ্ব নিয়ে মানুষ উচ্চ আদালত মুখী না হয় ।
{ বিজ্ঞাপন }