শনিবার ( ২ রা এপ্রিল) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুধু দিকে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন -প্রতিনিধিদের সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
৫ নং সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- সন্তোষ কুমার রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- ময়নুল ইসলাম শাহীন, হাসমত আলী মাস্টার সহ ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধাগণ এবং নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ ।
উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে ৫ নং সুন্দরদিঘী ইউনিয়নের ইউপি সদস্যদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসএম/দেস