মোহ আর মিথ্যের মধ্য দিয়ে
পথ চলতে চলতে একটা সময়
আত্মাগুলো নিমজ্জিত হয় অন্ধকারের অতল গহ্বরে ।
সেই ভয়ার্ত অন্ধকার কূপ থেকে
কেউ আলোর দেখা পায় ,
কেউ পায় না ।
কেউ নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেওয়ার সুযোগ লুফে নেয় ,
কেউ নিজেকে হারিয়ে ফেলে
অতল থেকে অতলে ।
আর আমি হারিয়ে ফেলেছি নিজেকে ,
অতল থেকে অতলে তোমার হৃদয়ে ।
যাকে ভালোবেসে ডাকবো অনামিকা বলে ,
তার হৃদয়ে ।
মন্তব্য করুন