সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন

নাজমুস সাকিব মুন
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ১:১৯ 74 ভিউ
নাজমুস সাকিব মুন
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ১:১৯ 74 ভিউ
Link Copied!

সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন। গত ২০ মে ২০২৩ তারিখে জনপ্রিয় কবি ও গীতিকার রুদ্র আমিন (মোঃ আমিনুল ইসলাম) জনপ্রিয় সাহিত্য পত্রিকা সাহিত্য দিগন্ত-এর নির্বাহী সম্পাদক হিসেবে যুক্ত হন।

 

 

সাহিত্য দিগন্ত পত্রিকাটি তাঁর সুদক্ষ পরিচালনায় প্রসারিত ও সমৃদ্ধ হবে বলে মনে করেন পত্রিকাটির সম্পাদনা পর্ষদ। এ প্রসঙ্গে রুদ্র আমিন (মোঃ আমিনুল ইসলাম) তিনি বলেন, সাহিত্য দিগন্ত পত্রিকা এবং ডেইলি নববার্তা পত্রিকাটি একই পরিবার ভুক্ত হয়ে আগামী দিন এক সাথে পথ চলবে।

 

কবি রুদ্র আমিন (মোঃ আমিনুল ইসলাম) একাধারে কবি, গল্পকার, গীতিকার এবং সাংবাদিক। দেশের খুবই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি নববার্তা পত্রিকার তিনি সম্পাদক ও প্রকাশক। এ ছাড়াও তিনি ঢাকা সাহিত্য পরিষদ এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

তাঁর পরিচিতি :
সমসাময়িক জনপ্রিয় কবি রুদ্র আমিন, এটি মূলত তাঁর ছদ্মনাম, তাঁর প্রকৃত নাম মোঃ আমিনুল ইসলাম রুদ্র। লেখক ও পাঠক মহলে তিনি রুদ্র আমিন নামে সর্বাধিক পরিচিত। রুদ্র আমিন ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাই ও মাতা আমেনা বেগম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে খাগড়াছড়ি এবং বগুড়া সদর উপজেলায়। মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (নিট) থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন করেন।

 

 

প্রকাশিত কাব্যগ্রন্থ : যোগসূত্রের যন্ত্রণা (২০১৫), আমি ও আমার কবিতা (২০১৬), বিমূর্ত ভালোবাসা (২০১৮)। অধরা- সিরিজ কবিতা (২০২০)।

প্রকাশিত গল্পগ্রন্থ : আবিরের লালজামা (২০১৭)

 

 

কবি পরিচয়ের পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। তাঁর ‘সখি ভালোবাসি বল’ শিরোনামের গানটির মাধ্যমে তিনি গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গানে কণ্ঠ দিয়েছেন সময়ের আলোচিত শিল্পী নিধান আহমেদ। গানটি প্রকাশ পায় সাদিয়া ভিসিডি সেন্টার থেকে। এরপরে তিনি লিখেন ‘প্রেম পাগলের ভালোবাসা’ ও ‘কবর’। এই গান দুটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। গান দুটি প্রকাশ পায় মম মিউজিক সেন্টার থেকে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী নজরুল ইসলাম দয়া।

 

 

এস.এম/ডিএস

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত