সাবেক মার্কিন প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগে ইরাকি যুবক গ্রেফতার


সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ উইলিয়াম বুশকে হত্যাচেষ্টার অভিযোগে ওহিও অঙ্গরাজ্যের কলাম্বাস এলাকা থেকে শিহাব আহমেদ শিহাব নামে এক ইরাকি যুবককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারের পর হত্যাচেষ্টার অভিযোগ এনে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। খবর সিএনএনের।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার উদ্দেশ্যে শিহাব ওহিও থেকে ডালাস এসেছিল। বুশের বাসভবন ডালাসে অবস্থিত।
এ ঘটনার পর বুশের নিরাপত্তা কর্মকর্তা ফ্রেডি ফোর্ড এক বিবৃতিতে বলেন, মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি জর্জ ডব্লিউ বুশের পূর্ণ আস্থা রয়েছে।
বিজ্ঞাপন
২০২০ সালের সেপ্টেম্বরে শিহাব যুক্তরাষ্ট্রে প্রবেশের পর থেকে তার ওপর নজরদারি শুরু করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
গত বছর বুশকে হত্যার ব্যাপারে এক ব্যক্তির সঙ্গে ফোনালাপের পর থেকে এফবিআই নজরদারি বাড়ায় শিহাবের ওপর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার শিহাবকে গ্রেফতার করে আদালতে তথ্যপ্রমাণ হাজির করেছে এফবিআই। তথ্যসূত্র: যুগান্তর
আর/ডিবিএস