শুক্রবার (২০ মে) বিকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সাজেক পৌঁছান তিনি। সেখানে রাত যাপনের পর শনিবার ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
এর আগে রাষ্ট্রপতির সাজেক সফরসূচি ছিল গত ১০ থেকে ১৩ মে। কিন্তু ঘূর্ণিঝড় অশনির কারণে তা স্থগিত করেন তিনি। রাষ্ট্রপতির সফর ঘিরে বুধবার থেকে সাজেকের আশপাশ এলাকাজুড়ে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থার জোরদার রেখেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, “মহামান্য রাষ্ট্রপতি শুক্রবার বিকালে সফর সঙ্গীসহ হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সাজেক পৌঁছান। রাষ্ট্রপতির এ সফর ব্যক্তিগত। তবে সাজেকের ঐতিহ্যবাহী লুসাই হেরিটেজ ভিলেজ পরিদর্শন এবং স্থানীয় মৌজাপ্রধান (হেডম্যান) ও গ্রাম প্রধানদের (কারবারি) সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।”
রাষ্ট্রপতির সফর ঘিরে বুধবার থেকে সাজেকে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
তথ্যসূত্র : যুগান্তর
আর/ডিবিএস