সড়ক দূর্ঘটনায় নিহত সাগরের পরিবারের পাশে দাঁড়ালেন- উপজেলা চেয়ারম্যান

Link Copied!

দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত এসএসসি পরীক্ষার্থী সাবেরুল ইসলাম সাগরের পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান- আব্দুল মালেক চিশতি।
সোমবার ( ১৯ সেপ্টেম্বর ) সকালে, পামুলী ঢাঙ্গীর হাটে সড়ক দূর্ঘটনায় নিহত এসএসসি পরীক্ষার্থী সাবেরুল ইসলাম সাগরের বাসায় তার পরিবারের খোঁজ খবর নিতে যান দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান- আব্দুল মালেক চিশতি।
এসময় চেয়ারম্যান, নিহত সাগরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। নিহত সাগরের মা কে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া দরিদ্র এই পরিবারটির জন্য নতুন ঘর দেওয়ার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান- আব্দুল মালেক চিশতি।
উল্লেখ্য, গত শনিবার ( ১৭ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে পামুলি ঢাঙ্গীর হাটে নিজ বাড়ি থেকে সহপাঠীদের সাথে ইজিবাইক এ করে কালীগঞ্জ এম পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় সাবেরুল ইসলাম সাগর। সে কালুরহাট কে সি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল ।
এস.এম/ডিএস