°সাউথ আফ্রিকায় ইতিহাস গড়লো বাংলাদেশ°

Link Copied!

বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের ইতিহাস রচনা করলো।
সাউথ আফ্রিকার সেঞ্চুরিয়ানে তৃতীয় ওয়ানডেতে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। শুরুটা ভালো করলেও তাসকিনের বিধ্বংসী বোলিং শেষ পর্যন্ত ১৫৪ রানের থামে সাউথ আফ্রিকা ইনিংস। তাসকিন তুলে নেন পাঁচটি উইকেট।
বাংলাদেশ সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচসেরা এবং সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ।
এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৩৮ রানে সাউদ আফ্রিকা কে পরাজিত করল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফেরে সাউথ আফ্রিকা।
অন্যদিকে তৃতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকা কে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে বাংলাদেশ।
যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক সিরিজ হয়ে রয়ে যাবে বহুদিন ।