শনিবার (২৭ মে) বেলা সাড়ে ১২টায় দেবীগঞ্জ সরকারি কলেজের অনার্স ভবনের হল রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সমিতির সহ সভাপতি এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মিনারা সুলতানার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলার পাঁচ উপজেলা থেকে সমিতির সদস্যগণ অংশ নেন।
সমিতির সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: আসাদুদ্দৌলা জানান, ২০১২ সালে রসায়ন শিক্ষক সমিতি যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকে সমিতির সদস্যগণ বিজ্ঞানের অন্যতম শাখা রসায়নের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে সমিতির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝ থেকে রসায়ন ভীতি দূরীকরণ, ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের যথার্থ মূল্যায়ণ, সামজিক ভাবে বিজ্ঞানের সচেতনতা সৃষ্টি করা, শিক্ষার্থীদের মাঝে রসায়ন বৃত্তির প্রচলনের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, জেলার ২৩ কলেজের ২৬ জন সদস্য নিয়ে ২০১২ সালে এই রসায়ন শিক্ষক সমিতি গঠন করা হয়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন