বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় সরকারি তিতুমীর কলেজের কলাভবনে বাঁধন এর বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হতান্তর অনুষ্ঠিত হয়।এছাড়া একই অনুষ্ঠানে নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা প্রদান করা হয়।
সরকারি তিতুমীর কলেজ বাঁধন ইউনিটের সভাপতি নওশীন নাওয়ার কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান, বাঁধনের শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুন নাহার প্রমুখ।
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুনদের বরণ করে নিয়ে এবং নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করে সাংস্কৃতিক পর্বের মাধ্যমে বাঁধনের আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
– জামিল হাসান, স্টাফ রিপোর্টার
এস.এম/ডিএস
মন্তব্য করুন