শাক তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধা

Link Copied!

রেললাইনের পাশে শাক তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আম্বিয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে গাজিপুরের ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ি পুলিশের এসআই মো. শহীদুল্লাহ।
শার্শা সীমান্তে বিজিবি’র অভিযান, ১৭টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
এসআই শহীদুল্লাহ বলেন, আম্বিয়া কানে কম শুনতেন। সকালে তিনি ভুরুলিয়া রেলপথের পাশে শাক তুলতে যান। একপর্যায়ে তিনি রেলপথ ধরে হাঁটতে থাকেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির সিরাজগঞ্জ এক্সপ্রেস ওই পথে চলাকালে একাধিকবার হুইসেল দিলেও তিনি রেলপথ থেকে সরেননি।
এতে ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।