রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ভাঙলো দুর্বৃত্তরা

মোঃ সিরাতুল মোস্তাকিম
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২২ | ১১:৪০ 320 ভিউ
মোঃ সিরাতুল মোস্তাকিম
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২২ | ১১:৪০ 320 ভিউ
Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ভাঙলো দুর্বৃত্তরা।

 

 

গত বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর) রাতে দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খয়ের বাগান সংলগ্ন সাড়ে চার বিঘা জমির করোলা খেতের ফল সহ করোলা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

 

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়,, এবছর সাড়ে চার বিঘা জমি ২ বছরের জন্য বন্ধক নিয়ে করোলা চাষ করেন জাহিদুল ইসলাম বুলু ও বাবুল হোসেন নামে দুই ভাই। ১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ৮০০ টি করোলার চারা রোপণ করেন তারা। ইতিমধ্যে, ৪৩ দিন বয়সী করোলার গাছে গাছে ফল ধরতে শুরু করেছিল। আর ১০ থেকে ১৫ দিন পর ফল সংগ্রহ করা শুরু হতো । আনুমানিক ৫ লক্ষ টাকার করোলা বিক্রির টার্গেট ছিল বাবুলদের । সর্বমোট ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গতকাল সন্ধ্যায়ও বাবুল ও বুলু করোলা ক্ষেত পরিদর্শন করে দেখেন সব কিছু ঠিক রয়েছে কিন্তু আজ সকালে জমির মালিক এসে দেখেন ফল সহ সব গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। পরবর্তীতে তারা বাবুল ও বুলু কে খবর দিলে তারা এসে দেখেন তাদের স্বপ্নের করলো প্রজেক্ট রাতের আঁধারে দুর্বৃত্তরা নষ্ট করে গেছে।

অধিকাংশ গাছে করোলা ধরতে শুরু করেছে…

 

 

 

এ বিষয়ে জমির মালিক, মতিয়ার রহমান জানান, ” আমার এই জমি ২ বছরের জন্য বাবুল ও বুলু কে কন্ট্রাক দিয়েছি। তারা এই জমিতে করোলা চাষ করেছে। সকালে এসে দেখি কে বা কাহারা জমির সব করোলার গাছ নষ্ট করেছে।”

 

ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল হোসেন জানায়, ” আমরা এই জমিটা কন্ট্রাক নিয়ে ১ হাজার ৮০০ টি করোলার চারা রোপণ করি। চারার বয়স ৪৩ দিন। আর ১০/১৫ দিন পর থেকে করোলা বিক্রি শুরু হবে। গতকাল সন্ধ্যায় সব কিছু ঠিক দেখে গেছি। আজ সকালে এসে দেখি আমার সব গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার টাকা খরচ করেছি। ফসল সহ সর্বমোট প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।”

 

স্থানীয় বাসিন্দা সোহেল রানা জানায়, “তারা অনেক কষ্ট করে ৪ বিঘা জমিতে এই করোলার চাষ করেছিলো। আজকে তারা নিঃস্ব হয়ে গেছে। প্রশাসনের কাছে দাবি জানাই, যেই এই কাজ করুক না কেন, তাকে দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।”

 

এ ঘটনায়, ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল ও বুলু দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

এস.এম/ডিএস

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড