রাজের ডাক শুনে পরীমনির সন্তান নড়েচড়ে বসে

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৬ জুন, ২০২২ | ৬:১৪ 370 ভিউ
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৬ জুন, ২০২২ | ৬:১৪ 370 ভিউ
Link Copied!

অন্তঃসত্ত্বা হ‌ওয়ার খবর জানার পর প্রতিটি দিন‌ই স্মরণীয় হয়ে আছে পরীমনি কাছে। নতুন ভোরে নতুন স্বপ্ন নিয়ে আগামীর সেই কোমল ছোঁয়ার অপেক্ষায় পরীমনি। তাই নিজেকে নতুনরূপে নতুনভাবে আবারও তার নতুন জন্ম হয়েছে বলে জানান পরী।

সেই সঙ্গে কারও কুমন্তব্যকে পাত্তা না দিয়ে নিজের ডানা মেলে উড়ছেন তিনি। অন্যদিকে পরীমনির পেটে হাত দিয়ে রাজ বাবা বাবা বলে ডাকলে সন্তান নড়েচড়ে বসে বলে মন্তব্য করেন পরী।

মা হওয়ার খবর জানার পর থেকেই উচ্ছ্বসিত পরীমনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামীর প্রতি পরীমনির প্রেম-ভালোবাসা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন। সেই সঙ্গে স্বামীকে নিয়ে নিজের বেবিবাম্পের ছবিও প্রকাশ করেন পরী। সেই ছবি প্রকাশের পর নানা ধরনের কটূক্তির শিকার হন পরী। কিন্তু এই সবকিছু তোয়াক্কা করেননি পরী। নিজের মতো করে এগিয়ে চলেছেন। মাতৃত্বের বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন পরী। তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি মন ভরে আমার গর্ভধারণের সময়টুকু উপভোগ করছি। তাই শারীরিকভাবে আমি মানসিক স্বাস্থ্যের যত্ন নিচ্ছি।’

সন্তানের অপেক্ষায় থাকা স্বামী শরিফুল রাজকে হৃদয় নিংড়িয়ে সবটুকু ভালোবাসা দিতে চান পরী। তিনি বলেন, ‘ভালোবাসার জন্য একটা জীবন যথেষ্ট নয় , আরও সময় আরও জীবন হয়তো দরকার ! রাজ আমার কাছে নিরাপদস্থল । যেখানে যাই সেখানেই সাথে সাথে থাকে রাজ। আমাকে আগলে রাখছে সবসময় ।’

ভালোবাসার জন্য এই এক জীবন কখনো কখনো যথেষ্ট মনে হয় না পরীর। পরী আর রাজের মধ্যে প্রেম জমে গেছে। দুজনেই অনাগত সন্তানের কথা মনে করে মাঝে মাঝে আনন্দে আত্মহারা হয়ে যান। পরী বলেন, “আমার পেটে রাজ হাত দিয়ে ‘বাবা, বাবা’ বলে ডাকলে আমার সন্তান নড়ে চড়ে বসে। হয়তো আমার সন্তান বুঝতে পারে। রাজ ডাকলে সন্তান নড়েচড়ে বসে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড