২০২২-২০২৩ অর্থ বছরের দেবীগঞ্জ পৌরসভার ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন পৌরসভার প্রথম মেয়র আবু বকর সিদ্দিক আবু।
বুধবার (৬ ই জুলাই) সকাল ১১ টায় দেবীগঞ্জ পৌরসভার মেয়রের কক্ষে উন্মুক্ত ভাবে ২০২২-২০২৩ অর্থ বছরের ৩৯ কোটি ৫০ লক্ষ ৬২ হাজার ১৯৫ টাকার বাজেট ঘোষণা করেন দেবীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র আবু বকর সিদ্দিক আবু।
প্রস্তাবিত বাজেটে আয়ের উৎস সমূহ হলো: হোল্ডিং ট্যাক্স, কঙ্চারভেন্সী ও আলোকর ৭৫ লক্ষ টাকা; হাট- বাজার ও বিভিন্ন মহাল ইজারা ৭৬ লক্ষ ৮৫ হাজার টাকা; স্হাবর সম্পত্তির হস্তান্তর কর – ৩৫ লক্ষ টাকা; ঠিকাদারি,ট্রেড,টেম্পু,ভ্যান-রিক্সা,লাইসেন্স /ইমারত নির্মান ফি ১৯ লক্ষ ৫০ হাজার টাকা; রাজস্ব খাতে সরকার মঞ্চুরী (কোভিড সহ)- ৭৫ লক্ষ টাকা; বিবিধ আয়- ২৩ লক্ষ ৬৮ হাজার টাকা; প্রারম্ভিক স্হিতি (রাজস্ব)- ৩৩লক্ষ ৬৬ হাজার ৬২৪টাকা; সরকারি অনুদান ও প্রকল্প সমূহ – ৩৫ কোটি ৭৫ লক্ষ ১৩ হাজার ৮৬৭ টাকা; রাজস্ব উদ্বৃত্ত স্থানান্তরিত- ১০ লক্ষ টাকা; প্রারম্ভিক উদ্বৃত্ত (উন্নয়ন)- ২৬লক্ষ ৭৬ হাজার ৭০৫ টাকা।
রাজস্ব ও উন্নয়ন সহ সর্বমোট আয়- ৩৯ কোটি ৫০ লক্ষ ৬২ হাজার ১৯৬ টাকা ।
এছাড়া বাজেটে প্রস্তাবিত উল্লেখযোগ্য ব্যয়ের খাত সমূহ হলো:- সম্মানী ভাতা , কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য ভাতাদি- ১কোটি ৩০ লক্ষ টাকা; অফিস কন্টিজেন্সি ও অন্যান্য- ৭৭ লক্ষ ৬০ হাজার টাকা; জনসাস্থ্য ও পয়:প্রণালী ২৫ লক্ষ টাকা; ত্রাণ কার্যক্রম, অনুদান ,জরুরী প্রকল্প ও অন্যান্য- ৩৯ লক্ষ টাকা; বৈদ্যুতিক মালামাল, স্টেশনারি, মুদ্রণ, আসবাবপত্র, যানবাহন, যন্ত্রপাতি ক্রয় ও মেরামত এবং অন্যান্য- ২৬ লক্ষ ৫০ হাজার টাকা; ভূমি রাজস্ব খাত, মুক্তিযোদ্ধা খাত, ভ্যাট,আয়কর ও অন্যান্য- ৪ লক্ষ ২০ হাজার টাকা; বিবিধ ব্যয়- ১লক্ষ ৫০ হাজার টাকা; রাজস্ব উদ্ধৃত উন্নয়ন খাদতে স্থানান্তর- ১০লক্ষ; সমাপনী স্থিতি ( রাজস্ব)- ২৪ লক্ষ ৮৯ হাজার ৬২৪ টাকা; সরকারি বা প্রকল্প অনুমোদনে সার্বিক উন্নয়ন ব্যায়- ৩৬ কোটি ১ লক্ষ ৯২ হাজার ৫৭২ টাকা; রাজস্ব উদ্ধৃত দ্বারা উন্নয়ন- ১০ লক্ষ টাকা।
রাজস্ব ও উন্নয়ন বাবদ সর্বমোট ব্যায়- ৩৯ কোটি ৫০ লক্ষ ৬২ হাজার ১৯৫ টাকা।
দেবীগঞ্জ পৌরসভার বাজেট পেশ অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালে দেবীগঞ্জ পৌরসভা গঠিত হলেও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ২০২১ সালের সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর এই প্রথম উন্মুক্তভাবে বাজেট ঘোষণা করেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু।
এস.,এম/ডিএস.
মন্তব্য করুন