রংপুর বিভাগে প্রথম হলো দেবীগঞ্জের রউফ


ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় পর্যায়ে আযানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দেবীগঞ্জের রউফ। এছাড়া কেরাতে তৃতীয় স্থান অর্জন করেছে আমিনুর রহমান।
রবিবার (১৯ জুন) রংপুরে বিভাগীয় পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় “ক বিভাগে” (আযান) অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রউফ এবং “খ বিভাগে” (কেরাত) তৃতীয় স্থান অর্জন করেছে আমিনুর রহমান।
প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী আব্দুর রউফ দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি এবং আমিনুর রহমান অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক নুর কুতুবুল আজম জানান, ‘আব্দুর রউফ এবং আমিনুর রহমান অত্র মাদ্রাসার গর্বিত দুই শিক্ষার্থী। তাদের এই সাফল্যে আমরা সকলেই গর্বিত। আশা করছি আব্দুর রউফ জাতীয় পর্যায়ে গিয়ে সফলতার ধারাবাহিকতা বজায় রেখে অত্র মাদ্রাসা ও দেবীগঞ্জের সুনাম ধরে রাখবে।’
দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসা পড়ালেখার পাশাপাশি সৃজনশীল মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারই বহি:প্রকাশ আজকের বিভাগীয় পর্যায়ে রউফের শ্রেষ্ঠত্ব অর্জন; বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস।
তিনি আরোও বলেন, এ ধরনের সৃজনশীল মেধা বিকাশে সার্বিক সহযোগিতা করতে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আব্দুর রউফ ও আমিনুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
উল্লেখ্য ইতিপূর্বে ‘জাতীয় শিক্ষা সপ্তাহে’ জাতীয় পর্যায়ে হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেবীগঞ্জ জমির উদ্দিন মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মুয়াজ হোসাইন দ্বিতীয় স্থান অর্জন করেছে।
এসএম.ডিবিএস