দিন ধরে গুঞ্জন চলছে কোচের পদ থেকে মাওরিসিও পচেত্তিনোকে প্রত্যাহার করবে পিএসজি।
এবার খবর রটেছে মেসি-এমবাপ্পেদের কোচের জন্য যোগাযোগ করা হচ্ছে জোসে মরিনহোর সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফের সাংবাদিক জ্যাসন বার্ট।
লিগ ওয়ানে একক আধিপত্য পিএসজির। গত ১০ বছরে তারা ৮ বার জিতেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা। তবে তাদের আক্ষেপ একটাই, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে না পারা। যেখানে ব্যর্থ মাউরিসিও পচেত্তিনো। ২০১৯ সালে টটেনহ্যাম হটস্পার থেকে এই আর্জেন্টাইন কোচকে নিয়ে এসেছিল পিএসজি। বিশ্বের সেরা সব ফুটবলার মেসি, নেইমার, এমবাপ্পে, রামোস, ডোনারুম্মাদের নিয়েও নিজের যোগ্যতার প্রমাণ দেখাতে পারেননি পচেত্তিনো। ফলে তাকে প্রত্যাহার করতে চায় ক্লাব কর্তৃপক্ষ। যদিও ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ আরো এক বছর।
ফুটবল ট্রান্সফার বিষয়ক বিখ্যাত সাংবাদিক ফাবরিজিও রোমানো এর আগে জানিয়েছিলেন, আর একটি মিটিংয়ে চূড়ান্ত হবে পচেত্তিনোর ভাগ্য। তার মতে সে মিটিংয়ে ছাঁটাই করা হবে আর্জেন্টাইন কোচকে। ক্লাব সভাপতির ব্যস্ততার কারণে নাকি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তিনি প্যারিসে ফিরলেই মিটিং হবে এবং সিদ্ধান্ত আসবে।
ফলে দুইয়ে দুইয়ে চার মিলে মরিনহোর প্যারিসে আসার সম্ভাবনই জোরালো হচ্ছে। পর্তুগিজ এই কোচও নাকি তার আগ্রহের কথা জানিয়েছেন। সেক্ষেত্রে হিসেব মিলে গেলেই মেসিদের কোচ হিসেবে আগামী মৌসুম থেকে পিএসজির ডাগআউটে দেখা যাবে মরিনহোকে।
মরিনহো বর্তমানে সিরি’আর ক্লাব রোমার দায়িত্বে আছেন। গত এক মৌসুমে তার অধীনে ইতালিয়ান ক্লাবটি দারুণ সময় কাটিয়েছে। জিতেছে প্রথমবারের মতো উয়েফা কনফারেন্স লিগ। এর আগে তিনি চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জায়ান্ট ক্লাবগুলোর দায়িত্বে ছিলেন। তার অধীনে অসাধারণ সাফল্যও পেয়েছে ক্লাবগুলো। এবার তাকে দলে ভিড়িয়ে বহুল আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিততে চায় পিএসজি।
এদিকে স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোকে ইতোমধ্যে প্রত্যাহার করতে যাচ্ছে পিএসজি। শিগগিরই তার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন রোমানো। তার বদলে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হবে এমবাপ্পের সাবেক ক্লাব এস মোনাকোর এক সময়কার স্পোর্টস ডিরেক্টর লুইস ক্যামপসকে।