মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

Link Copied!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে স্কোয়াডে নাম নেই মাহমুদউল্লাহ রিয়াদের।
বুধবার (১৪ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান। আর সহঅধিনায়ক হিসেবে থাকবেন নুরুল হাসান সোহান। ঘোষিত স্কোয়াডে আছেন সাব্বিরও। তবে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, বিজয় ও নাঈম।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহঅধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।
স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার